দিনাজপুরে কিছুতেই কাটছে না পেঁয়াজ বাজারের অস্থিরতা
- আপডেট সময় : ১২:৩৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
দিনাজপুরে কিছুতেই কাটছে না পেঁয়াজ বাজারের অস্থিরতা। দু’দিনের ব্যবধানে আবারো কেজি প্রতি দাম বৃদ্ধি পেয়েছে ২০ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত। অন্যদিকে, পেঁয়াজের বাজার আকাশ চুম্বী হওয়ায় কুড়িগ্রামের কৃষকরা ক্ষেত থেকে আগাম জাতের পাতা পেঁয়াজ তুলে বাজারে বিক্রি করছেন। এতে কিছুটা কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। তবে ভরা মৌসুমে দাম না পাওয়ার আশংকা করছেন চাষীরা।
দিনাজপুরের ১৩ উপজেলার পেঁয়াজের বাজার আবারও অস্থির হয়ে উঠেছে। মানভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা থেকে ৪০ টাকা। পেঁয়াজ কিনতে না পারায় অনেকেই কিনছেন বাজারে নতুন ওঠা গুটি পেঁয়াজ।
আড়ৎদাররা বলছে বিভিন্ন মোকাম থেকে খুব কম পরিমান পেঁয়াজ পাচ্ছেন তারা। যা চাহিদা তুলনায় কম বলেই দাম বাড়ছে।
এদিকে, পেঁয়াজের দাম বাড়ায় ৩০ থেকে ৩৫ দিন পরিচর্যার পর কুড়িগ্রামের কৃষকরা আগাম জাতের পাতা পেঁয়াজ বাজারে তুলতে শুরু করেছেন। এতে কেজিতে দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা।
এবার পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণে লক্ষ্যমাত্রার চেয়ে আরো বেশি পরিমাণ জমিতে আবাদ হবে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা।
ভরা মৌসুমে বিদেশ থেকে আমদানী না করে দেশে কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে কৃষকরা আরো বেশি আগ্রহী হবে বলছেন সংশ্লিষ্টরা।