দিনাজপুরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক আদিবাসি শ্রমিকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
দিনাজপুরের নবাবগঞ্জে ইটভাটায় কাজ করতে যাবার সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে শিবলার হাসদা নামের এক আদিবাসি শ্রমিকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভাদুরিয়া থেকে নবাবগঞ্জে একটি খালি ট্রাক আসছিল। পথে নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের পূর্বপাশে দুমাইল নামক স্থানে পাকা রাস্তার ওপর হঠাৎ করে শিবলাল হাসদা ট্রাকের সামনে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। পরে পুলিশ গিয়ে মরদেহ, ট্রাকের চালক হেলপারসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে।