দিনাজপুরে পেঁয়াজ প্রতি কেজি দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ১৮১৩ বার পড়া হয়েছে
দিনাজপুরে লাগামহীন পেঁয়াজের বাজার। একদিনের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা।
বাজারে পেঁয়াজের ব্যাপক সরবরাহ থাকলেও হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। দিনাজপুর শহরের সবচেয়ে বড় বাজার এন এম বাহাদুর পাইকারি বাজারে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা। যা খুচরা বাজারে ১০০ থেকে ১০৫ টাকা পর্যন্ত। আর ভারতীয় পেঁয়াজের কেজি ৮০ থেকে ৮৫ টাকা পর্যন্ত। পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে বিপাকে সাধারণ মানুষ। কাঁচামাল ব্যবসায়ী সমিতির নেতা বাদশা মিয়া জানান, হিলিসহ দেশের বিভিন্ন বিভিন্ন স্থানে পেঁয়াজ বিক্রেতাদের কাছে জিম্মি হয়ে খুচরা ব্যবসায়ীরা।