দিনাজপুরে বাড়ছে করোনার প্রকোপ
- আপডেট সময় : ০৬:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
দিনাজপুরে বাড়ছে করোনার প্রকোপ। গত তিন দিনে এক চিকিৎসকসহ মারা গেছে ৪ জন । সপ্তাহের শুরুতে জেলায় আক্রান্তের হার ছিল মাত্র তিন শতাংশ। সপ্তাহ শেষে বেড়ে হয়েছে ১৪ শতাংশ।বিধিনিষেধ না মানা ও জনগনের অসচেতনাকেই দায়ি করছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। তবে প্রশাসন বলছে, সীমান্ত উপজেলাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
৩০মে পর্যন্ত দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ৭৭৩ জন। সুস্থ হয়েছে পাঁচ হাজার ৪৪৩ জন। চিকিৎসাধীন আছে দু’শ দুই জন। মারা গেছে ১২৮ জন। এমন বাস্তবতায় বাড়তে শুরু করছে করোনার প্রকোপ। জনগনের অসচেতনতাকেই দায়ি করছে, স্বাস্থ্যবিভাগ।
স্বাস্থ্যবিধি না মেনে বিভিন্ন দোকানে চলছে অবাধে বেচা-কেনা। তারা জানান, গ্রামে এ নিয়ে কোনো প্রচারনা নেই।
তবে প্রশাসন বলছে, সব উপজেলায় প্রচারনা বাড়ানোসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তারা।
এদিকে, হিলি স্থলবন্দর দিয়ে ভারত ফেরত ১৩৭ জনের মধ্যে দিনাজপুরের পাঁচ জনের করোনা সনাক্ত হয়েছে।
সিভিল সার্জন জানান, সংক্রমন ও মৃত্যুর হার বাড়ছে। এদিকে, ভ্যাকসিনও শেষ হয়ে গেছে।
জেলায় এ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছে এক লাখ ১১ হাজার ৬৯৭ জন, দ্বিতীয় ডোজ নিয়েছে ৭৮ হাজার তিন’শ। তবে, দ্বিতীয় ডোজের টিকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে প্রায় ৪১ হাজার জন।