দিনাজপুরে মুক্তিপণ আদায়ের সময় সিআইডির এএসপিসহ ৪ জন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
দিনাজপুরের চিরির বন্দরে মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় সিআইডির এএসপিসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
গেল রাতে তাদেরকে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে রাখা হয়। আটককৃতরা হলো, রংপুর সিআইডির এএসপি শাহরিয়ার কবীর সোহাগ, উপ-পরিদর্শক হাসিনুর রহমান, কনস্টেবল আহসানুল হক ও মাইক্রোবাস চালক। অপহৃতদের পরিবারের সদস্যরা জানান, গত ২৩শে আগস্ট রাতে চিরির বন্দরের নান্দাই গ্রামের লুৎফুর রহমানের স্ত্রী জহুরা বেগম ও তার ছেলে জাহাঙ্গীরকে অপহরণ করা হয়। এরপর স্বজনদের কাছে মা-ছেলের মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। পরে ৮ লাখ টাকায় মা-ছেলেকে মুক্তি দিতে রাজি হয় তারা। মঙ্গলবার বিকেলে টাকা দেয়ার জন্য দিনাজপুর সদরের বাঁশেরহাট এলাকায় যেতে বলে অপহরণকারীরা। বিষয়টি জানানো হলে, ঘটনাস্থলে যায় পুলিশ। পরে জনতা ও পুলিশ তাদেরকে আটক করে।