দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিশুসহ তিনজন নিহত
- আপডেট সময় : ০৪:৩৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দিনাজপুর সদরের ব্যাঙকালি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে শিশুসহ তিনজন নিহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে আহসান পরিবহনের একটি বাস পঞ্চগড় থেকে ঢাকায় যাচ্ছিল। ব্যাঙকালি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে সেতুর রেলিংয়ে আটকে যায়। স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে দিনাজপুর ও সৈয়দপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। এর মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সাভারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই পরমাণু বিজ্ঞানীসহ ৪ জনের মৃত্যুর ঘটনায় সেইফ লাইন পরিবহনের ঘাতক বাসচালকও মারা গেছেন। রোববার দুর্ঘটনার পরই স্থানীয়রা চালক মারুফ হোসেন মুন্নাকে উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।