দিনাজপুরে সরকারি হাসপাতালগুলোতেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
- আপডেট সময় : ০৬:৩৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
দিনাজপুরে সরকারি হাসপাতালগুলোতেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আক্রান্ত হচ্ছেন করোনা যুদ্ধের সম্মুখ সারির যোদ্ধা–চিকিৎসক ও র্নাসরা। সেবা দিতে গিয়ে এরি মধ্যে আক্রান্ত হয়েছে দু’শ ২২জন চিকিৎসক ও র্নাস। নির্দিষ্ট সময়ে অফিসে না আসা ও করোনা পরীক্ষার ফলাফল দেরিতে পাওয়ার অভিযোগও রয়েছে চিকিৎসকদের বিরুদ্ধে। করোনা পরীক্ষার পরিসর বাড়ানোসহ হাসপাতালগুলোতে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানায়, সংশ্লিষ্টরা।
জেলার ১৩টি উপজেলায় সরকারি স্বাস্থ্যসেবায় নিয়োজিত আছেন ২৬০ চিকিৎসক ও সাড়ে ছয়’শ নার্স। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন দু’শ ২২জন চিকিৎসক ও নার্স। এতে ব্যাঘাত ঘটছে জেলার সার্বিক স্বাস্থ্যসেবায়। হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ছে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা বলেও অভিযোগ করছে রোগীরা।
সময়মতো করোনা পরীক্ষার রিপোর্ট না পাওয়ায়, আটকে যাচ্ছে জটিল ও জরুরি অস্ত্রোপচার। মানসিকভাবে ভেঙ্গে পড়ছে অনেকেই।
আরটি-পিসিআর ল্যাব বাড়ানো ও স্বাস্থ্যবিধি নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানান, সিভিল সার্জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজার। এদের মধ্যে সদরেই এক হাজার ৪৪৭ জন। আক্রান্ত হয়ে ৫৪ জন আর উপসর্গ নিয়ে মারা গেছে ৩৯ জন।