দিনাজপুরে সারা ফেলেছে বারোমাসি আম চাষ
- আপডেট সময় : ০৫:১৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
দিনাজপুরে প্রায় ৬০ কোটি থেকে ৭০ কোটি টাকার আম এবং ৫’শ কোটি থেকে সাড়ে ৬’শ কোটি টাকার লিচু উৎপাদন হয়। সাধারণত মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত এর মৌসুম। কিন্তু এরই মধ্যে সারা ফেলেছে বারোমাসি আম চাষ। অসময়ের এই উদ্যোগ সময়ের আয়নায় উজ্জ্বল নক্ষত্র হিসেবে দেখা দেবে এমন আশা কৃষি বিভাগের।
মুকুলের সমারোহে ভরে গেছে প্রায় ১৫ বিঘার পুরো আম বাগান। ঝুলছে কাঁচা কাঁচা আম। চারিদিকে মৌমাছির আনাগোনা। সময়ের আয়নায় যেন অসময়ের ছবি। বারোমাসি এই আম বাগান গড়ে উঠেছে দিনাজপুরের বিরল উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। ওই গ্রামের মেহেরুল, মমিনুল এবং রায়হান ইসলামের উদ্যোগে ২০১৮ সালের শেষের দিকে গড়ে তোলা হয় এই আম বাগান।
এরইমধ্যে বারোমাসি এই বাগানের সাফল্যের কথা ছড়িয়ে পড়েছে আশেপাশের বেশ কয়েক জেলায়। অনেকেই আসছেন দেখতে, আসছেন উদ্যোক্তাদের কাছ থেকে পরামর্শ নিতে।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, সাধারণ আম চাষ করে চাষী তেমন উপকৃত না হলেও রপ্তানি যোগ্য বারোমাসি আম কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। এছাড়া ফল সংরক্ষণাগার ও এর বাই প্রোডাক্ট তৈরিতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে।
স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, গড়তে হবে স্মার্ট কৃষি ক্ষেত্রসহ কৃষিভিত্তিক শিল্প কারখানা এমনই মতামত বিশেষজ্ঞদের