দিনাজপুর, গোপালগঞ্জ ও কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
- আপডেট সময় : ০৭:১৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
দিনাজপুর, গোপালগঞ্জ ও কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। গেলরাতে বিরামপুর-নবাবগঞ্জ সড়কে নাওভাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সুলতান মাহমুদ তার স্ত্রীসহ মোটরসাইকেলে শ্বশুরবাড়ী নাওয়াভাঙ্গা যাওয়ার সময় পিছন থেকে অপর একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে ধাক্কা দিলে তার স্ত্রী গুরুতর আহত হয়। পরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাছ ভর্তি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে সজল রায় নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত সজল রায় ও তার বাবা অমর রায় নিজেদের পুকুরের মাছ একটি পিকআপে ভর্তি করে বিক্রির জন্য ফরিদপুররের ভাঙ্গা উপজেলায় যাচ্ছিলেন।
কুমিল্লার লালমাই উপজেলায় বাসের ধাক্কায় পিকআপ ভ্যান খাদে পড়ে চালক কামাল হোসেন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগর চৌমুহনী এলাকায় নোয়াখালীগামী পিকআপ ভ্যানের সাথে ঢাকাগামী একুশে পরিবহনের মুখামুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।