দিনাজপুর পৌরসভার রাস্তাঘাটের বেহাল দশায় নাকাল পৌরবাসী
- আপডেট সময় : ০৪:৫৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
দিনাজপুর পৌরসভার রাস্তাঘাটের বেহাল দশায় নাকাল পৌরবাসী। ব্যবহারে অযোগ্য এসব রাস্তা শহরবাসীর জন্য পরিণত হয়েছে মরার উপর খড়ার ঘা।এ নিয়ে কথা বলতে নারাজ পৌরমেয়র। তবে স্থানীয় এমপি জানালেন পৌরসভার রাস্তাঘাটের উন্নয়ন কাজ মূলত পৌরসভার। কিন্তু মেয়র এ বিষয়ে কার্যকরী উদ্যোগ না নেয়ায় এবার নিজেই দায়িত্ব নিয়েছেন তিনি।
দিনাজপুর পৌরসভার ১২৯ কিলোমিটারে মধ্যে ১০৩ কিলোমিটার রাস্তারই বেহাল দশা। দেড়শ বছরের পুরোনো প্রথম শ্রেণীর এ পৌরসভার রাস্তাঘাটের এই অবস্থায় হতাশ স্থানীয়রা। খানাখন্দে ভরা এমন রাস্তায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানালেন ছোট-বড় গর্তে ভরা এই রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ভাঙছে গাড়ির যন্ত্রাংশ। বাড়ছে মেরামত খরচ।
এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ মেয়র সৈয়দ জাহাঙ্গির আলম।আর স্থানীয় এমপি জানান, পৌরমেয়র তার দায়িত্ব সঠিকভাবে পালন না করায় রাস্তাগুলোর এমন অবস্থা।
দ্রুত রাস্তাগুলো সংস্কারে কার্যকর পদক্ষপের দাবি জানিয়েছে পৌরবাসীর।