দিনাজপুর শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া চার বিষয়ের পরীক্ষার তারিখ ঘোষণা
- আপডেট সময় : ০২:০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ১৭৪৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের মামলায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষি বিজ্ঞানের শিক্ষক হামিদুল ইসলাম, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল চৌধুরী ও পিয়ন সুজন মিয়া।
দুই শিক্ষককে বুধবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এবং রাতে তাদেরকে মামলার আসামি করা হয়। সেই সাথে গ্রেফতার দেখানো হয় পিয়ন সুজনকে। এ নিয়ে মামলায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, ইংরেজি বিষয়ের শিক্ষক আমিনুর রহমান রাসেল এবং ইসলাম শিক্ষার শিক্ষক জোবায়ের ইসলামকে কারাগারে পাঠায় পুলিশ। এদিকে এজাহার ভুক্ত আসামি অফিস সহকারী আবু হানিফ পলাতক রয়েছেন। পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতদের প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনার সাথে যারা জড়িত থাকবেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না ।
এ ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়ার চার বিষয়ের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। স্থগিত পরীক্ষাগুলো- অক্টোবরের ১০, ১১, ১২ ও ১৩ তারিখে অনুষ্ঠিত হবে। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম জানান, কমিটিকে সাত দিনের মধ্যে বোর্ডের চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সদস্যরা হলেন কলেজ শাখার পরিদর্শক ফারাজ উদ্দিন তালুকদার, উপপরীক্ষা নিয়ন্ত্রক হারুন অর রশিদ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখার উপপরিদর্শক আকতারুজ্জামান।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নফাঁস এবং স্থগিত করা পরীক্ষার প্রশ্নপত্র উদ্ধারের ঘটনায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে প্রশ্নপত্র ফাঁসের কারণেই দিনাজপুর শিক্ষা বোর্ডের চলমান এসএসসি পরীক্ষার গণিত, পদার্থবিজ্ঞান, কৃষি ও রসায়ন এই চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়।