দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ ঘোষণায় ঘাট এলাকায় শতশত গাড়ির দীর্ঘ লাইন
- আপডেট সময় : ০৭:১৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
দিনের বেলায় হঠাৎ ফেরি বন্ধের ঘোষণায় ঘাট এলাকায় অসহনীয় পরিবেশের সৃষ্টি হয়েছে। ঈদের ছুটি কাটাতে ঢাকা থেকে ভোরে বের হয়ে বারবার গাড়ি পাল্টিয়ে স্রোতের মতো ফেরিঘাটে আসছে মানুষ। নারী-শিশু ও পরিবারসহ ভারি ব্যাগ নিয়ে ঘাটে পৌঁছার পরই পারাপারের অভাবে বিপাকে পড়ছেন যাত্রীরা। অন্যদিকে, প্রাইভেট গাড়ী নিয়েও লম্বা লাইনে আটকে থেকে অসহ ভোগান্তির শিকার হচ্ছেন গাড়িচালক ও যাত্রীরা। দিনের বেলায় পাটুরিয়া-দৌলতদিয়া, মাওয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে বিআইডব্লিউটিসি ফেরি চলাচল বন্ধ রাখায় অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরী পরিবহনও পার হতে পারছে না।
যাত্রীদের চাপের মুখে শনিবার সকালে কানায় কানায় পূর্ণ একটি ফেরি মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়। তারপর, ঘাটে ঢোকার মুখে সব ধরনের গাড়ি আটকে রাখা হয়েছে। তিন থেকে চার কিলোমিটার পথ হেঁটে ঘাটে জড়ো হচ্ছে অনেকে। এতে করে ভোগান্তি বেড়েছে আরো কয়েকগুণ।
মাইকিং করে চলে যেতে বললেও, ঘাট ছাড়ছেনা কেউ। তবে জরুরি ভিত্তিতে পণ্য পরিবহনসহ এম্বুলেন্স পারাপার করা হচ্ছে।
এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ভোর ছ’টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুরপাল্লার বাস বন্ধ থাকলেও ভোর থেকেই ভেঙে ভেঙে পাটুরিয়ায় জড়ো হয়েছে হাজার হাজার যাত্রী। রাতে শুধু জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে। ফেরি চলাচল বন্ধে জেলা প্রশাসন ও পুলিশ মাঠে রয়েছে।