দিন দিনই দুর্বল হয়ে পড়ছে করোনা নিয়ন্ত্রণে সরকারের নেয়া কঠোর বিধিনিষেধ
- আপডেট সময় : ০৭:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
দিন দিনই দুর্বল হয়ে পড়ছে করোনা নিয়ন্ত্রণে সরকারের নেয়া কঠোর বিধিনিষেধ। নানা প্রয়োজনে সড়কে বের হচ্ছে ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহন এবং সাধারণ মানুষ। দারিদ্র পরিস্থিতির কারণে প্রশাসনও তাদের ওপর নিয়ন্ত্রণ জোরদার করতে পারছে না। আর পুলিশের তল্লাশীতে নানা প্রয়োজনের কথা বলছেন পথচারীরা। যানবাহন ও জনসমাগম রুখতে চেকপোষ্টে– ভ্রাম্যমান আদালতের অভাবকে দায়ী করছে পুলিশ।
করোনার উচ্চ সংক্রমন নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের ৯ম দিনে, সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল ও জনসমাগম কম দেখা যায়। তবে পাড়া মহল্লার চিত্র অনেকটাই ভিন্ন। শুক্রবার জুমার নামাজের পরে খোলা বাজারে ভীড় করেন অনেকেই । খিলগাও এলাকায় জুমার নামাজের পর অনেকেই মহল্লার গলিত আড্ডায় ভীড় জমায়।
হাতিরঝিল মহানগর হাউজিং এলাকার চিত্র একই। কারণে অকারণে বাইরে ঘুরাফেরা করছেন অনেকে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা তেমন একটা চোখে পড়েনি।
নগরীতে প্রায় ১৫টি চেকপোষ্ট ৫ টি মোবাইল কোর্ট পরিচালনার কথা থাকলেও প্রশাসনের তৎপরতা ছিলো অনেকটাই নিষ্ক্রীয়। আইন শৃঙ্খলাবাহিনীর টহলও ছিলো তুলনা মুলক কম। রাজধানীর বেশ কিছু এলাকায় ঘুরে শাহবাগ মোড়ে দেখা মেলে চেক পোষ্টের ।
দর্শনার্থী ও বাইরে বের হওয়াদের জিজ্ঞাসাবাদে মিলছে না সন্তোষজনক জবাব। চলমান কঠোর লকডাউন মানাতে রাজধানীর মূল সড়কের পাশাপাশি অলি-গলিতে আইন শৃঙ্খলাবাহিনীর নজরদারী বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের ।