দিন দিন বাড়ছে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
দিন দিন বাড়ছে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ভারতের মোট আক্রান্ত ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে সাড়ে ৪৬ লক্ষ।এর মধ্যে ১০ লক্ষ আক্রান্ত কেবলমাত্র মহারাষ্ট্রেই।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে , ২৪ ঘণ্টায় দেশে ৯৭ হাজার ৫৭০ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। ওই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৭ হাজার ১৫৪ ও ২৩ হাজার ৮৬৪ জন। গত এক মাস ধরেই ওই দু’টি দেশের তুলনায় ভারতের নতুন সংক্রমণ অনেক বেশি সংখ্যায় হচ্ছে। গত কয়েক দিনে তা দুই থেকে তিন গুণ হয়ে গিয়েছে।