দিল্লি ও উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা তীব্র তাপদাহে পুড়ছে
- আপডেট সময় : ০৯:৫০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ভারতের রাজধানী দিল্লি ও উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা তীব্র তাপদাহে পুড়ছে। কোথাও কোথাও তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি রেকর্ড হয়েছে। একই সময় দেশটির আবহাওয়া দপ্তর কেরালাজুড়ে ভারি বৃষ্টিপাতের সতর্কতা ঘোষণা করে, রাজ্যের পাঁচটি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে।
রোববার দিল্লির সফদারজং মানমন্দিরে তাপমাত্রা ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। মুঙ্গেশপুরে ৪৯ দশমিক ২ ও নাজাফগড়ে হয় ৪৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ভারতে চলতি বছর সফদরজংয়ের তাপমাত্রাই সর্বোচ্চ। উত্তর প্রদেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় বুন্দেলখণ্ড অঞ্চলের বান্দা জেলায়। হিমাচল প্রদেশ, হরিয়ানা,জম্মু, কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, পাঞ্জাব ও বিহারে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি রেকর্ড হয়েছে। এদিকে, দেশটির দক্ষিণাঞ্চলীয় উপদ্বীপে ভারি বৃষ্টিপাত হচ্ছে। কেরালাজুড়ে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জানিয়ে রাজ্যটির পাঁচটি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।