দিল্লীতে জি-টুয়েন্টি সম্মেলনে জোটের লক্ষ্য পূরণে পরামর্শ দেবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
- / ১৭১২ বার পড়া হয়েছে
দিল্লীতে জি-টুয়েন্টির ১৮তম সম্মেলনে বাংলাদেশ অংশ নিয়ে জোটের লক্ষ্য পূরণে পরামর্শ দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। বাংলাদেশকে ভারত বিশেষ গুরুত্ব দেয় জানিয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, জি-২০তে তুলে ধরার মতো বাংলাদেশের অনেক উন্নয়নের গল্প আছে।
‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’ এই শ্লোগানকে সামনে রেখে, আগামী ৯ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লীতে ২০ দেশের অর্থনৈতিক জোট জি-২০র দু’দিনব্যাপী বার্ষিক শীর্ষ সম্মেলন হবে।
১৮তম জি-২০ শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ আমন্ত্রিত। এমন বাস্তবতায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জি-২০ সম্মেলন: ঢাকা থেকে নয়া দিল্লী’ শিরোনামে সেমিনার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
দুই দিনব্যাপী সম্মেলনে বিশ্বের সামনে উন্নয়নের গল্প তুলে ধরার সুযোগ পাবে বাংলাদেশ বলে জানান ভারতীয় হাই কমিশনার।
জি-২০ সম্মেলনে টেকসই উন্নয়নের রুপরেখা নিয়ে বাংলাদেশ কাজ করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
শীর্ষ সম্মেলন বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের সোনালী অধ্যায়ে আরও একটি পালক যোগ করবে বলেও জানান ড. এ কে আবদুল মোমেন।