দিল্লীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। সফরের প্রথম দিন দিল্লীতে ব্যস্ত সময় কাটান প্রধানমন্ত্রী। এই সফরে বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদীর পানি বণ্টন, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বন্ধুপ্রতিম দেশ দুটির মধ্যে ৭টি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্থানীয় সময় দুপুর বারোটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ভিভিআইপি ফ্লাইটটি নয়া দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছায়।
বিমান বন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোশ। এসময় দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান ও ঢাকাস্থ বিদায়ী ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন।
বিমান বন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সম্বর্ধনা দেয়া হয়। পরে স্থানীয় নৃত্য শিল্পীরা বরণ করে নেন শেখ হাসিনাকে।
বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে, নয়াদিল্লির গুরগাঁওয়ে আইটিসি হোটেল যান প্রধানমন্ত্রী।সফরকালীন এখানেই অবস্থান করবেন শেখ হাসিনা।
বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এসময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি।
মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে, রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন শেখ হাসিনা। পরে নয়া দিল্লির হায়দ্রাবাদ হাউজে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে যোগ দেবেন তিনি।
সোমবার সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিমান পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, মন্ত্রিপরিষদ সচিব, ৩ বাহিনী প্রধানসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
রোববার প্রধানমন্ত্রীর সফর নিয়ে সংবাদ সম্মেলন করলেও পরদিন শারীরিক অসুস্থতার কারণে সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।