দিল্লীর দাসত্ব করতে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়নি : মেজর (অব.) হাফিজ
- আপডেট সময় : ০৮:৪৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / ১৭২৮ বার পড়া হয়েছে
ভারতের আনুগত্য নিয়ে আওয়ামী লীগ সরকার দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, দিল্লির দাসত্ব করার জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়নি। আওয়ামী লীগ এ দেশকে একটি নতজানু রাষ্ট্রে পরিণত করেছে। ঢাকা রিপোর্টাস ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আর অচিরে আওয়ামী স্বৈরশাসনের পতন হবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা।
ঢাকা রিপোর্টাস ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা দাবি করেন, আওয়ামী স্বৈরাচারী শাসনের দ্রুত অবসান হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের নাভিশ্বাস উঠেছে দাবি করে জনগণের আন্দোলনে নেতা-কর্মীদের সামিল হবার আহ্বান জানান মেজর হাফিজ উদ্দিন আহমেদ