দিল্লীর হায়দ্রাবাদ হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক চলছে
- আপডেট সময় : ০১:৩০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৭১০ বার পড়া হয়েছে
দিল্লীর হায়দ্রাবাদ হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক চলছে। দ্বিপাক্ষিক এ বৈঠকে দু’দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে বলে আশা প্রকাশ করেছেন শেখ হাসিনা। সফরের ২য় দিন ভারতের রাষ্ট্রপতি ভবনে সকালে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি একথা বলেন। এ সময় মুক্তিযুদ্ধে সহায়তার জন্য ভারত সরকার এবং দেশটির জনগণকে ধন্যবাদ জানান তিনি।
ভারত সফরের ২য় দিন সকালে নয়াদিল্লির ফোরকোর্টে রাষ্ট্রপতি ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাঁকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আলোকচিত্র, গান স্যালুট এবং দু’দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে গার্ড অব অনার দেয়া হয় শেখ হাসিনাকে।
গার্ড অব অনার প্রদানের পর ভারতীয় নেতৃবৃন্দ এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেন নরেন্দ্র মোদি।
এসময় আসন্ন বৈঠকে দু’দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে থাকার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা।
দুপুরে দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির রুদ্ধদ্বার ও একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে ৭টি সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের কথা রয়েছে।
রাষ্ট্রপতি ভবন থেকে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আবার দিল্লির হায়দ্রাবাদ হাউজের উদ্দেশ্যে রওনা হয় প্রধানমন্ত্রীর গাড়ী বহর।