দীর্ঘদিন বাউল সেজে থাকলেও শেষ রক্ষা হয়নি বগুড়ার দুর্ধর্ষ সন্ত্রাসী হেলালের
- আপডেট সময় : ০৮:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
হত্যা মামলার দায় থেকে বাঁচতে দীর্ঘদিন বাউল সেজে থাকলেও শেষ রক্ষা হয়নি বগুড়ার দুর্ধর্ষ সন্ত্রাসী হেলাল হোসেন ওরফে বাউল সেলিমের। অবশেষে গতকাল কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে রেবের হাতে গ্রেফতার হন তিনি। ৩টি হত্যাসহ ৫টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। রেবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমান্ডার খন্দকার আল মঈন।
প্রায় ৫ বছর আগে কিশোর পলাশের এই গানের মডেল হিসেবে অভিনয় করেন হেলাল। ১৯৯৭ সালে বগুড়ার বিষ্ণু হত্যা ও ২০০১ সালে চাঞ্চল্যকর বিদ্যুৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফেরারি আসামি এই হেলাল।
রেব জানায়, ইউটিউবে গানটির ভিডিওচিত্র ভাইরাল হলে সে নজরে আসে এলাকাবাসীর। পরে, বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় ছয় মাসের চেষ্টায় ভৈরব রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু বিষ্ণু এবং বিদ্যুৎ হত্যাই নয়, ২০০৬ সালে রবিউল হত্যা ও তার বিরুদ্ধে চুরি এবং নারী নির্যাতনের মামলা রয়েছে।
প্রায় ৭ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় ফেরারি জীবন যাপন করে হেলাল। গত চার বছর ধরে কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনের পাশে একজন নারীর সঙ্গে সংসার করছে। স্টেশনে বাউল গান গেয়ে জীবিকা নির্বাহ করতো তিনি।
পুলিশের কাছে হস্তান্তরের পর, আরো মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়া যেতে পারে বলে জানায়, রের পরিচালক।