দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
- আপডেট সময় : ০১:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মালয়েশিয়া কর্মী যাওয়া শুরু হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে ৫৩ জন কর্মীর প্রথম দলটি গতকাল রাতে ঢাকা থেকে কুয়ালালামপু রের উদ্দেশে যাত্রা করেছে।
একে-সেভেনটি ফ্লাইটযোগে সোমবার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। ওই কর্মীদের বিমানবন্দরে বিদায় জানান জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো- বিএমইটির মহাপরিচালক মো. শহিদুল আলম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য প্রশাসন ও অতিরিক্ত সচিব মিজানুর রহমান ও বায়রার সাবেক সভাপতি বেনজির আহমেদসহ এজেন্সির প্রতিনিধিরা। আজ দেশটির স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়র। জানা গেছে ৪ বছর পর মালয়েশিয়ায় কর্মী পাঠানো হলো।