দীর্ঘ দেড় বছর পর চালু হয়েছে ‘বেনাপোল এক্সপ্রেস’
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
দীর্ঘ দেড় বছর পর আজ থেকে চালু হয়েছে ঢাকা-যশোর-বেনাপোল রুটের ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন। করোনার কারণে এতদিন এই সেবা বন্ধ রাখা হয়।
ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে নতুন করে সব প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে প্রতিদিন বেনাপোল-আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ৩ হাজার যাত্রী ভারতে যাতায়াত করছেন। করোনার আগে ট্যুরিস্ট ভিসা চালু থাকায় প্রতিদিন ১২ হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াত করতো বেনাপোল দিয়ে। করোনার কারণে দেশের সব ট্রেন চলাচল বন্ধ হলে গত বছরের ৫ এপ্রিল থেকে ঢাকা-বেনাপোল রুটে আন্তঃনগর এ ট্রেনটিও বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ২০১৯ সালের ১৭ জুলাই বেনাপোল-ঢাকা রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করা হয়। ৮৮৬ জন যাত্রী নিয়ে ট্রেনটি চলাচল করছিল।