দীর্ঘ ১১ বছর পর বুধবার রংপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ১৮৫২ বার পড়া হয়েছে
দীর্ঘ ১১ বছর পর বুধবার রংপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। জনসভা সফলে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী-এমপি ও নেতা কর্মীরা এলাকায় অবস্থান করছেন।
একই স্কুল মাঠে ২০১১ সালের ৮ জানুয়ারি প্রধানমন্ত্রী জনসভায় রংপুরের পুত্রবধূ হিসেবে উন্নয়নের দায়িত্ব কাঁধে নেন । অবহেলিত রংপুরে এরই মধ্যে লেগেছে উন্নয়নের ছোঁয়া। গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান, অবকাঠামো, বদলে গেছে জীবনযাত্রা।
রংপুরে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে চলছে ব্যাপক প্রস্তুতি। শহরের প্রধান সড়কগুলোতে নির্মাণ করা হয়েছে তোরণ। ব্যানারে ব্যানারে ছেয়ে গেছে পুরো শহর। রংপুর যেন এখন উৎসবের নগরী!
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উচ্ছ্বসিত রংপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ে বাড়ছে নেতা ও কর্মীদের পদচারণা।
গত ২০ জুলাই রংপুরে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের বিভাগীয় বর্ধিত সভা। সভায় জনসভা সফল করতে দিকনির্দেশনা দেন নেতারা।
রংপুরের জনসভা যেন মহাসমাবেশে পরিনত হয় সে বিষয়ে কাজ করার আহবান জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ।
এই জনসভার মধ্যেদিয়ে সংসদের নির্বাচনী প্রচারনা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ ২০১৮ সালে ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জে নির্বাচনী সভায় ভাষণ দেন।