দীর্ঘ ২০ বছরেও শেরপুরে ঝিনাইগাতীর ‘কুঞ্জবিলাস কান্দুলী আশ্রয়ণ প্রকল্পে’র সংস্কার হয়নি
- আপডেট সময় : ০৫:৩৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
দীর্ঘ ২০ বছরেও শেরপুরে ঝিনাইগাতীর ‘কুঞ্জবিলাস কান্দুলী আশ্রয়ণ প্রকল্পে’র সংস্কার হয়নি। জরাজীর্ণ হয়ে পড়েছে আবাসনটি। সুবিধাভোগীরা বলছেন, বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে ঘরগুলো। দ্রুতই সংস্কার করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এই সুন্দর নামফলকটির অর্ধেক অংশ মাটিতে দেবে গেছে। শুধু নামফলকই নয়; আশ্রয়ণ প্রকল্পের সবকিছুই এখন মাটিতে। প্রকল্পে একটি মসজিদ, কবরস্থান, পুকুর, সমবায় সমিতি, একটি কমিউনিটি সেন্টারসহ টিনের ছয়টি ব্যারাকে দশটি করে কক্ষ তৈরি করা হয়।
ওই সময় সাত শতাংশ কৃষি ও আড়াই শতাংশ আবাসিক জমিসহ প্রতিটি ভূমিহীন পরিবারকে একটি করে কক্ষ বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি ব্যারাকের জন্য একটি করে নলকূপ বসানো হয়। এরপর ২০বছর কেটে গেলেও সংস্কার করা হয়নি। সব নষ্ট হয়ে গেছে।
শিগশিগই সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। সংস্কারের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ১৯৯৯ সালে উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলী গ্রামে আট একর খাস জমিতে আশ্রয়ণ প্রকল্প’টি নির্মাণ করে সেনাবাহিনী।