দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া
- আপডেট সময় : ০৮:৪১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তিন ফরম্যাটের পুর্ণাঙ্গ সিরিজ। যা মাঠে গড়াবে আগামী মার্চে। শেষবার- ১৯৯৮ সালে দেশটিতে সফর করেছিল অজিরা।
এই সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি খেলবে দুই দল। তিনটি টেস্ট অনুষ্ঠিত হবে করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে। প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে আগামি ৩ মার্চ। টেস্ট সিরিজ শেষে ২৯ মার্চ থেকে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। একমাত্র টি-টুয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ এপ্রিল। ওয়ানডে সিরিজ ও একটি টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। এই সফরের টেস্ট সিরিজের ম্যাচ তিনটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। অন্যদিকে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো বিশ্বকাপ সুপার লিগের অংশ। তাই সবগুলো ম্যাচই গুরত্ব পাচ্ছে। এদিকে, অজিদের সফর নিশ্চিত হওয়ায় স্বস্তি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান রমিজ রাজা।