দীর্ঘ ২৮ ঘণ্টা বন্ধ থাকার শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদের বাসভবনের বিদ্যুৎ সংযোগ চালু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
দীর্ঘ ২৮ ঘণ্টা বন্ধ থাকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের বাসভবনের বিদ্যুৎ সংযোগ চালু করে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
রাত ১২টার পর তারা এ সংযোগ চালু করে দেয়। এর আগে রোববার রাত সাড়ে সাতটার দিকে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন আন্দোলনকারীরা।
বিশ্ববিদ্যালয়ের কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতারা তাদের বাসায় অসুস্থ রোগী ও শিশুদের সমস্যার কথা জানালে আন্দোলনরত শিক্ষার্থীরা বিদ্যুৎ সংযোগটি চালু করে দেন। এদিকে চলমান উপাচার্যবিরোধী আন্দোলনে আন্দোলনকারীদের ‘টাকা পাঠানোয়’ সাবেক দুই শিক্ষার্থীকে আটকের অভিযোগ উঠেছে।
আটক দুজন সাবেক শিক্ষার্থী হলেন- আর্কিটেকচার বিভাগের রেজা নূর মুঈন ও সিএসই বিভাগের হাবিবুর রহমান।