দীর্ঘ ৫০ বছরেও মেরামত করা হয়নি, ভেনোপা ভায়া বিঝারী অঞ্চলিক সড়ক
- আপডেট সময় : ০১:৩৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
দীর্ঘ ৫০ বছরেও মেরামত করা হয়নি, ভেনোপা ভায়া বিঝারী অঞ্চলিক সড়ক। চলাচলের অনুপোযোগী থাকায় নাজিমপুর আনন্দ বাজার হয়ে প্রায় ৫ কিলোমিটার ঘুরে বিঝারী বাজারসহ নড়িয়া, ভেদরগঞ্জ ও শরীয়তপুর যেতে হয়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে পিছিয়ে আছে ওই অঞ্চলের দু’লাখ মানুষের ভাগ্য। কিন্তু তারপরও জীবনের ঝুঁকি নিয়ে সাকোঁ, পানি কাদা দিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ।
ভেনোপা বাজার হতে বিঝারী বাজার প্রায় ২ কিলোমিটার। স্বাধীনতার পর থেকে কোন সরকার এ সড়কের কোন উন্নয়ন করেনি। ফলে ঐ এলাকার মানুষের দূর্ভোগে শেষ নেই। ভেনোপা ভায়া বিঝারী সড়কটি নাজিমপুর, ছওগাও, সিঙ্গচুরা, কান্দি গাও, দাত্রা, গ্রামের বাসিন্দাদের কাপাসপাড়া হয়ে বিঝারী বাজারসহ দেশের বিভিন্ন জাগায় যাতায়াতের সহজ মাধ্যম। কিন্তু দীর্ঘদিন ঐ সড়কে কোন কাজ না করায় পানি, কাদার মধ্যে সাকোঁ দিয়ে যাতায়াত করতে হয়। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীসহ শতশত সাধারণ মানুষ চলাচল করছে গুরুত্বপূর্ণ এ সড়কটিতে।
অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে আছে এ অঞ্চলের দু’লাখ মানুষের ভাগ্য
এ সকল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পিপি ভুক্ত। বরাদ্দ পেলেই দ্রুত কাজ করার কথা জানান সড়ক বিভাগের এই কর্মকর্তা। দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয় বাসিন্দা এবং পথচারীদের।