দীর্ঘ ৫০ বছর ধরে পানি ও কাঁদা ভেঙ্গে চলাচল করছেন ঝালকাঠির মায়ারামবাসী
- আপডেট সময় : ০৪:৪৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মায়ারাম গ্রামের বাসিন্দারা দীর্ঘ ৫০ বছর ধরে পানি ও কাঁদা ভেঙ্গে চলাচল করেছেন। কারণ এ গ্রামে দীর্ঘদিনেও কোন রাস্তা তৈরী করা হয় নি। সারাবছর হাঁটু সমান পানি ও কাদা ভেঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় স্থানীয়দের। জনপ্রতিনিধিদের আশার বানী শোনা গেলেও যুগের পর যুগ রাস্তা নির্মাণ না করায় ক্ষোভে ও কষ্টে গ্রামবাসী রাস্তার উপর এবার ধানের চারা রোপন করেছেন।
যুগযুগ ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন কর্মকর্তারা প্রতিশ্রুতি দিলেও ৫০ বছরেও সমাধান হয়নি এ দুর্ভোগের। শিক্ষার্থীসহ অবর্ননীয় দূর্ভোগ নিয়ে প্রতিদিন নারী, শিশু ও রোগীদের চলাচল করতে হয় এই রাস্তা দিয়ে। কোন উদ্যোগ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা পানি নিমিজ্জিত ওই রাস্তায় ধানচাষ করে প্রতিবাদ জানায়।
দুর্ভোগের কথা স্বীকার করে রাস্তা নির্মাণসহ ওই গ্রাম উন্নয়নের আশ্বাস দিলেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
সড়কগুলো সংস্কারে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান সড়ক বিভাগের এ কর্মকর্তা।
মায়ারাম গ্রামবাসীর দীর্ঘদিনের ভোগান্তির কথা চিন্তা করে সড়ক নির্মাণের মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানে কর্তৃপক্ষ এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সবার।