দীর্ঘ ৫৪৩ দিন বন্ধ থাকার পর খুলেছে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
দীর্ঘ ৫৪৩ দিন বন্ধ থাকার পর খুলেছে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের বরণ করে রাজধানী ঢাকার স্কুল-কলেজে চলছে পাঠদান। সকাল থেকে শিক্ষার্থীদের আগমনে মুখরিত সারাদেশের ক্যাম্পাস।
মাস্ক ছাড়া কোন শিক্ষার্থীকে ঢুকতে দেয়া হয়নি স্কুলে। প্রবেশ করতে দেয়া হচ্ছে না অভিভাবকদেরও। প্রতিদিন ক্লাস হবে মাত্র দুটি করে। ক্লাস চলার সময় বিধিনিষেধ মেনে চলার বিষয়টি খেয়াল রাখা হচ্ছে। করোনা ও ডেঙ্গু মোকাবেলায় বিভিন্ন ব্যানার-ফেস্টুনে সেজেছে প্রতিষ্ঠানগুলো। শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি হিসেবে এবং ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও নেয়া হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। এদিকে, শিক্ষার্থীরা বিদ্যালয়ে বসে টিফিন খেতে পারবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।