দীর্ঘ ৬ বছর আন্দোলনের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগ চালু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ১৫১৮ বার পড়া হয়েছে
ইন্টার্ন চিকিৎসকদের দীর্ঘ ৬ বছর ধরে আন্দোলনের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে জরুরী বিভাগ।
সকালে জরুরী বিভাগের উদ্বোধন করেন সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় সেখানে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ডাঃ কাজী আরিফ আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাতক্ষীরার সভাপতি ডাঃ মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে ইন্টার্ন চিকিৎসকরা সবশেষ গত ১৪ অক্টোবর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেন।