দুই দিনের অভিযানে রাজশাহীতে দেড় লাখ লিটার ভোজ্যতেল জব্দ
- আপডেট সময় : ০৩:৩৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
এ যেনো ভোজ্যতেলের খনি! যেখানেই অভিযান, সেখানেই মিলছে হাজার হাজার লিটার তেল। পুলিশের হাতে দেশের সবচেয়ে বড় তেলের মজুদ ধরা পড়েছে রাজশাহীতে। মাত্র দুদিনের অভিযানেই দেড় লাখ লিটার তেল জব্দ করা হয়েছে।আটক করা হয়েছে ছয় ব্যবসায়ীকে। পুলিশের অভিযানে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, সরকার আরো কঠোর না হলে মজুদদারদের লাগাম টেনে ধরা কঠিন।
সোমবার ও মঙ্গলবারের অভিযানেই রাজশাহীর বানেশ্বর, তাহেরপুর ও গোদাগাড়ী থেকে দেড়লাখ লিটার ভোজ্যতেল জব্দ করেছে পুলিশ। অবৈধভাবে মজুদের অভিযোগে ৬ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ বলছে, বাজার অস্থিতিশীল করার উদ্দেশ্যে তেল গুদামজাত করে রাখে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট।
তবে পুলিশের এমন অভিযানে চটেছেন ব্যবসায়ী নেতারা। এভাবে ব্যবসায়ীদের ধরে ধরে জেল হাজতে পাঠালে বাজার আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এদিকে বিশ্লেষকরা বলছেন, বাণিজ্যমন্ত্রীর অসহায়ত্ব প্রকাশের ফলে ব্যবসায়ী সিন্ডিকেট উৎসাহিত হয়েছে । তাই মজুদদারদের বিরুদ্ধে সরকারকে আরো কঠোর হওয়ার পরামর্শ দেন তারা।
অবৈধ উপায়ে তেল মজুদের অভিযোগে ৬ ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আর আদালতের অনুমতি সাপেক্ষে জব্দকৃত তেল টিসিবির কাছে হস্তান্তর করতে চায় পুলিশ।