দুই দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন আইসিসি সভাপতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দুই দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে। রোববার দুপুর ১টায় দিকে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে নামে তার বহনকারী বিমান। সেখান থেকে সোজা হোটেলে উঠেছেন তিনি।
দুই দিনের ব্যস্ত কর্মসূচির মধ্যে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টে মিরপুর স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বার্কলে। এছাড়াও বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন কাঠামো ঘুরে দেখবেন তিনি। পরিদর্শন করবেন পূর্বাচলে অবস্থিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ২০২০ সালে আইসিসির সভাপতি পদ থেকে ভারতের শশাঙ্ক মনোহর দায়িত্ব ছাড়ার পর সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। এরপর আইসিসির সভাপতি পদে নির্বাচিত হন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে।