দুই দিন বিরতি দিয়ে ফের আন্দোলনে ফিরেছে শিক্ষক-শিক্ষার্থীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে দুই দিন বিরতি দিয়ে ফের আন্দোলনে ফিরেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
বেলা ১১টার পর থেকে আন্দোলনকারীরা ক্যাম্পাসে যেতে শুরু করে। দুপুরে তারা পটচিত্র নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিন করে। এছাড়াও বিকেল ৩টায় সংহতি সমাবেশ এবং সন্ধ্যায় গানে গানে প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করেছে তারা। এদিকে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপাচার্যের বাস ভবনের সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গেলো ৯ নভেম্বর রাতে সংবাদ সম্মেলনে প্রতিকূল আবহাওয়ার কারনে ১০-১১ নভেম্বর আন্দোলন কর্মসূচী স্থগিত ঘোষনা করা হয়। এদিকে, সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কর্মকর্তা-কর্মচারীরা কার্যক্রম শুরু করলেও দুপুরের পর অফিস বন্ধ করে চলে যান।