চুয়াডাঙ্গায় শুরু হয়েছে দুই দিন ব্যাপি গরু মেলা
- আপডেট সময় : ০৬:১৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ১৭২৫ বার পড়া হয়েছে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জনপদ চুয়াডাঙ্গায় শুরু হয়েছে দুই দিন ব্যাপি গরু মেলা। মেলায় ছুটে এসেছেন সারাদেশের শত শত খামারি। উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ। সন্ধ্যায় শেষ হবে মেলা।
এবারই প্রথম চুয়াডাঙ্গায় বসেছে গরুর মেলা। টাউন ফুটবল মাঠে দুই দিন ব্যাপি এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন। অংশ নিয়েছেন শত শত খামারি। মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া-তিন জেলার খামারীরা নিয়ে মেলায় নিয়ে এসেছেন তাদের আকর্ষণীয় গরুগুলো। শুরু থেকেই দর্শণার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায় মেলায়। গরু প্রদর্শনী ছাড়াও মেলায় ছিল গরুর রেম্প শো। রেম্পে হেঁটে বেড়িয়েছে বিভিন্ন প্রজাতির দেশ সেরা গরু।
মেলায় একে অপরের সাথে কথা বলে গরু পালনের অভিজ্ঞতা ভাগাভাগি করেন তিন জেলার খামারীরা। ভিন্ন এমন আয়োজনে গরু কেনা-বেচা করতে পেরে খুশি খামারিরা। গরু বিক্রি ছাড়াও মেলার উদ্দেশ্য নতুন খামারিদের প্রশিক্ষণ দেয়াসহ বেকার যুবকদের গরু পালনে আকৃষ্ট করা।
গরুর খামার করার ক্ষেত্রে এই মেলা নানা তথ্য প্রাপ্তির একটি জায়গা। গরুর বাজার সম্পর্ক ধারণাসহ গরু লালন-পালনের বিষয়েও তথ্য পাওয়া যায় মেলা থেকে। মেলার মাধ্যমে খামারিরা নানা অভিজ্ঞতা অর্জন করে ভালো মানের গরু পালন করবেন–এমনটাই প্রত্যাশা জেলাবাসীর।