দুই মাসের বেশি সময় পর, সারাদেশে সীমিত আকারে বাস চলাচল শুরু
- আপডেট সময় : ০৭:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
দুই মাসের বেশি সময় পর, দেশের বিভিন্ন রুটে সীমিত আকারে বাস চলাচল শুরু হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। প্রথমদিনে ৬০ শতাংশ বেশি ভাড়া নেয়ার কথা থাকলেও দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। বাস টার্মিনাল ও টিকিট কাউন্টারগুলোর সামনে যাত্রীরা সামাজিক দুরত্ব না মেনে ভিড় জমাতেও দেখা যায়। এদিকে বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
করোনা সংক্রমণ ঠেকাতে দীর্ঘ ২ মাসের বেশি সময় বন্ধ থাকার পর দেশব্যাপি শুরু হয়েছে বাস চলাচল । প্রথমদিনে রাজধানীর বাস টার্মীনালে ছিলো যাত্রীদের উপছে পড়া ভিড়।
প্রতিটি বাসে এক সিট পরপর যাত্রী বসানো হলেও, টার্মিনাল ও টিকিট কাউন্টারের সামনে ছিল না সামাজিক দুরত্ব। মাস্ক ছাড়াও বাসে ভ্রমন করছেন কেউ কেউ।
করোনা ঝুঁকি এড়াতে অধেক যাত্রী নিয়ে বাস চালানোর কারণে, সরকারি সিদ্ধান্তে ৬০ শতাংশ বেশি ভাড়া নেওয়ার কথা। কিন্তু বাস্তবে যাত্রীদের কাছ থেকে বিদ্যমান ভাড়ার দ্বিগুণ আদায় করা হয়। করোনার এই সময়, বাস ভাড়া বাড়ানোয় ক্ষোভ জানান যাত্রীরা।
দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেন বাস মালিকরা। তাদের দাবি, স্বাস্থ্যবিধি মেনেই বাস পরিচালনা করছেন তারা।
এদিকে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চলাচল নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন টার্মিনালে অভিযানও চালায় বিআরটিএ। আপস…
বিআরটিএ’র প্রতিনিধিদের সামনেই টিকিট কাউন্টারে সামাজিক দূরত্ব মানা না হলেও, নির্বাহী ম্যাজিস্ট্রেট জানালেন, কোনো অনিয়ম দেখতে পাননি তিনি।
এদিকে বাসভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব। বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হতে পারে মঙ্গলবার।