টি-টুয়েন্টি সিরিজ : রোববার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রোববার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুবাই আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
ক্যারিবিয়ান প্রিরমিয়ার লিগে খেলার কারনে দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ। সাকিবের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবে উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। সাকিবের না থাকাটাকে অবশ্য ইতিবাচকভাবেই দেখছেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ। এতে অন্যদের খেলার সুযোগ তৈরি হয়েছে। বিশ্বকাপের আগে দলকে ঝালিয়ে নিতে কাজে আসবে এই সিরিজ। টি-টুয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পারফরমেন্স আশানুরুপ না হলেও সহজ প্রতিপক্ষ আরব আমিরাতের বিপক্ষে এ ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী হেরাথ। দু-দলের পরিসংখানেও এগিয়ে বাংলাদেশ। এর আগে দু-দলের একমাত্র দেখায় জয় পেয়েছিল টাইগাররা।