দুই ম্যাচ হাতে রেখে অ্যাশেজ সিরিজ জিতলো অস্ট্রেলিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
দুই ম্যাচ হাতে রেখে অ্যাশেজ সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। মেলবোর্ন টেস্টে ইংল্যান্ডকে ইনিংসে ও ১৪ রানে হারিয়েছে অজিরা। দ্বিতীয় ইনিংসে ইংলিশরা অলআউট হয় মাত্র ৬৮ রানে।
ইনিংস পরাজয় এড়াতে ৫১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাট করতে নামে ইংল্যান্ড। হাতে ছিলো ৬ উইকেট। এদিনও অজি বোলারদের তোপে সুবিধা করতে পারেনি সফরকারী ব্যাটাররা। তৃতীয় দিনে ৩৭ রান যোগ করতেই অলআউট হয় ইংলিশরা। ইনিংসে ৯ ব্যাটার ছুঁতে পারেননি দুই অংকের ঘর। সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক জো-রুট। ১১ রান আসে স্টোকসের উইলো থেকে। স্কট বোল্যান্ড নেন ৬ উইকেট। ৩ উইকেট মিচেল স্টার্কের। এর আগে, প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ২৬৭ রান। ৫ জানুয়ারি চতুর্থ টেস্টে মুখোমুখি হবে দু’দল।