দুই সতিনের ভোটের লড়াই কুড়িগ্রামে আলোচনার কেন্দ্র বিন্দুতে
- আপডেট সময় : ০৫:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সংসারের একাধিক স্ত্রী থাকলে সতিনে সতিনে নানান মনোমালিন্য, বিদ্বেষ লেগেই থাকে। তা হয়তো কখনও কখনও মিটেও যায়। কিন্তু ভোট যুদ্ধে জয়ী হওয়ার লড়াই যখন থাকে, তখন কেউ কাউকে সামান্য ছাড় দেয় না। দুই সতিনের এমন ভোটের লড়াই আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে।
২৮ নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে ফুলবাড়ী সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নাম্বার ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে অংশ নিচ্ছেন মোট ৫ প্রার্থী। তাদের মধ্যে চন্দ্রখানা বুদারবান্নী গ্রামের মাংস বিক্রেতা ফজলুল হকের প্রথম স্ত্রী আংগুর বেগম ও তৃতীয় স্ত্রী জাহানারা বেগম অংশ নেয়ায় সাধারণ ভোটারসহ জেলার সর্বত্রই জমে উঠেছে রসালো আলোচনা। বড় স্ত্রী আংগুর বেগমের দাবি তার জন সমর্থন বেশী। ফলে জনরায় তার দিকেই আসবে। অন্যদিকে, তৃতীয় স্ত্রী জাহানারা বেগম বিগত নির্বাচনে সামান্য ভোটে হারলেও এবারের নির্বাচনে জয়ের আশা তার।
দুই স্ত্রীর ভোটের মাঠের উত্তাপ আরও বেশী ছড়িয়েছে তাদের পরিবারের লোকজন দুটি আলাদা পক্ষ তৈরী করে প্রচারণা চালানোয়। তবে স্বামী ফজলুল হকের প্রত্যাশা জনরায়ে তার যে কোন এক স্ত্রী বিজয়ী হয়েই তার সংসারে ফিরবে।
নির্বাচনে দুই সতিনের প্রতিদ্বন্ধিতায় সাধারণ ভোটারদের মাঝে কৌতহল তৈরীর পাশাপাশি ভাল-মন্দ বিচারে চুল ছেড়া বিশ্লেষণও কম হচ্ছে না।
তৃতীয় ধাপের নির্বাচনে ৩ উপজেলায় ২৭ ইউনিয়নে ৫ লাখ ৬০ হাজার ৭৪১ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রয়োগ করবেন।
ভোট গ্রামের মানুষের কাছে শুধু নেতা নির্বাচনের বিষয় নয়। এটি তাদের মাঝে উৎসবের মত। এর মধ্যেই দুই সতিনের এ লড়াইয়ে ভোট উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে।