দুই সপ্তাহের বেশি সময় ধরে খুলনার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ
- আপডেট সময় : ০১:০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
- / ১৭১২ বার পড়া হয়েছে
দুই সপ্তাহের বেশি সময় ধরে খুলনার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। কাঠফাঁটা রোদে বেশি দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ।
আবহাওয়ার এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। তবে সীমাহীন কষ্ট উপেক্ষা করে জীবিকার তাগিদেই বাইরে বের হচ্ছেন খেটে খাওয়া মানুষ। গামছা ভিজিয়ে শরীর মুছে গরম নিবারণের চেষ্টা করছেন। তীব্র গরমে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। একই চিত্র চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরাসহ বিভাগের অধিকাংশ জেলায়। বৃহস্পতিবার ৩টা পর্যন্ত বিভাগের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। যশোরে ৪১, মাগুরায় ৩৮.৬ ও খুলনায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। খুলনা আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ জানিয়েছেন, আজ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। আকাশে মেঘ রয়েছে। আগামী ৫, ৬ ও ৭ মে হতে পারে বৃষ্টিপাত।