দু’এক দিনের মধ্যে দেয়া শুরু হবে অ্যাস্ট্রাজেনেকা টিকার বকেয়া দ্বিতীয় ডোজ
- আপডেট সময় : ০৭:৩৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
আগামী দু’-একদিনের মধ্যে অক্সফোর্ড এ্যাস্ট্রাজেনেকার টিকার বকেয়া দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, সাত আগস্ট থেকে সারাদেশে এক সপ্তাহে ১ কোটি ডোজ টিকা দেয়া হবে। এতে বয়স্কদের অগ্রাধিকার দেয়ার কথাও জানান তিনি।
বিকেলে ঢাকার শাহজালাল বিমানবন্দরে জাপান সরকারের উপহার হিসেবে দেয়া ৭ লাখ ৮২ হাজার ডোজ টিকা গ্রহণ করে একথা বলেন তিনি। এসময় বর্তমানে ১ কোটি ২১ লাখ ডোজ টিকা মজুদ আছে জানিয়ে তিনি বলেন,আগামীতে জনগণের টিকাপ্রাপ্তিতে কোনো সমস্যা হবে না। এসময় স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, আগামী দু’একদিনের মধ্যে ১৪ লাখ মানুষ অ্যাস্ট্রাজেনেকার বকেয়া দ্বিতীয় ডোজ টিকা পাবেন। তিনি আরো বলেন, সাত আগস্ট থেকে বয়স্কদের প্রাধান্য দিয়ে সারাদেশে শুরু হচ্ছে গণটিকা কর্মসূচি। আগামী ৩ আগস্ট হংকং ফ্লাইটে দেশে আসবে অ্যাস্ট্রাজেনেকার পরবর্তী চালান। সেসময় বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ জাপান পাঠাবে আরো সোয়া ৬ লাখ ডোজ ভ্যাক্সিন। এর আগে গত ২৪ জুলাই অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ ডোজ করোনার টিকা বুঝে পায় বাংলাদেশ। কোভ্যাক্স সুবিধার আওতায় অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ডোজ টিকা দিতে প্রতিশ্রুত জাপান।