দু’টি সাবমেরিন সংযোজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী এখন ত্রিমাত্রিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
দু’টি সাবমেরিন সংযোজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী এখন ত্রিমাত্রিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান- এডমিরাল এম. শাহীন ইকবাল।
সকালে খুলনাস্থ নৌঘাঁটি- বানৌজা তিতুমীর প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠানে নবীন নাবিকদের সালাম গ্রহণকালে তিনি একথা বলেন। এসময় নৌবাহিনীর ৪৮৬ জন নবীন নাবিক শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অংশ নেন। বর্তমান সরকারের সময়ে দেশের নৌবহরে সর্বোচ্চ সংখ্যক যুদ্ধজাহাজ, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং দুটি সাবমেরিনও যুক্ত হয়েছে বলে জানান নৌবাহিনীর প্রধান।