দুদকের মামলায় স্বাস্থ্যের সাবেক ডিজি ও সাহেদসহ ৬ জনের বিচার শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
দুদকের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ ৬ জনের বিচার শুরু হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৪ জুলাই দিন ঠিক করেছে আদালত। এই মামলায় স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক আমিনুল হাসান, উপ-পরিচালক ডা. ইউনুস আলী, সহকারী পরিচালক ডা. শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা ডা. দিদারুল ইসলামও আসামী। চার্জশিটে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তর, সমঝোতা স্মারক সই ও সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে ৩ হাজার ৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষার অভিযোগ আনা হয়েছে।