দু’দিনের সফরে আজ ঢাকায় আসছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
দু’দিনের সফরে আজ ঢাকায় আসছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানাবেন।
পরে সন্ধ্যায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে পররাষ্ট্রমন্ত্রীর দেয়া নৈশভোজনে অংশ নেবেন তিনি।
বুধবার সকালে প্রথম ঢাকা-রিয়াদ রাজনৈতিক সংলাপে নেতৃত্ব দিবেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক এই সংলাপে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগসহ বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই করবে দু’দেশ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। বুধবার বিকালেই সৌদি ফিরবেন তিনি।