দু’দিন বিরতির পর আবার জেঁকে বসেছে শীত

- আপডেট সময় : ০৭:৩৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
দু’দিন বিরতির পর আবার জেঁকে বসেছে শীত। দেশজুড়ে চলমান শৈত্যপ্রবাহের মাঝে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে তাপমাত্রা সামান্য বাড়লেও বৃষ্টির পরে তা আরো কমে যাবে। এদিকে, সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা থাকলেও দুপুরের পর সূর্যের দেখা মেলায় ছুটির দিনে অনেকে ঘুরতে বেরিয়েছেন। তবে শীতের তীব্রতায় কষ্টে রয়েছে দরিদ্র মানুষেরা।
সকাল থেকে রাজধানী কুয়াশার চাদরে ঢাকা থাকলেও দুপুরের পর সূর্যের দেখা মেলায় স্বস্তি ফেরে নগরীর মানুষের মাঝে। তাইতো ছুটির দিনে বাইরে ঘুরতে বের হন তারা। তবে বিকেলের পর থেকেই ঠাণ্ডা আর কুয়াশার কারণে দুর্ভোগ বাড়ে নিম্ন আয়ের মানুষের। আবহাওয়াবিদরা জানান, চলমান শৈত্যপ্রবাহ এ সপ্তাহে দেশের আরো বেশি অঞ্চলজুড়ে অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, বৃহস্পতি ও শুক্রবার দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। এ সময়ে আকাশে মেঘের কারণে তাপমাত্রা কিছুটা বাড়লেও বৃষ্টির পরে তাপমাত্রা দ্রুত কমে ১ থেকে ৩ ডিগ্রিতে নামতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়– ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৮ সালে পঞ্চগড়ে ২ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যেটা ছিল বিগত কয়েক দশকের সর্বনিম্ন তাপমাত্রা।