দুধ নিয়ে বিপাকে পড়েছে হাতিয়ার খামারিরা
- আপডেট সময় : ০৬:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
করোনাকালে দুধ নিয়ে বিপাকে পড়েছে নোয়াখালীর হাতিয়ার খামারিরা। গত কয়েকমাস ধরে মিষ্টির দোকান ও প্যাকেটজাত দুধ কোম্পানিতে চাহিদা নেই বললেই চলে। দধিতে করোনা সংক্রমণের ভয়ে স্থানীয় হাটবাজারেও বেচাকেনা প্রায় বন্ধ। প্রতিদিনের উৎপাদিত দুধ নিয়ে ক্ষতির মুখে পড়েছেন তারা।
হাতিয়ায় ছোট-বড় শতাধিক দুগ্ধ খামার রয়েছে। দেশি-বিদেশি গরু-মহিষ থেকে দুধ আহরন করা হয়। বিদেশি গরুর খামারিরা গড়ে প্রতিদিন এক হাজার লিটার দুধ পায়। স্থানীয় পর্যায়ে বিক্রির পর বেশিরভাগই বড় বড় মিষ্টির দোকানে বিক্রি হতো।
করোনার কারণে অনেক মিষ্টির দোকান বন্ধ রয়েছে। স্থানীয়ভাবে কম দামে বিক্রি করার পরও অনেক দুধ অবিক্রিত থেকে যায়। ফলে উৎপাদন খরচও উঠছে না। এতে করে ঋনের কিস্তি, গো-খাদ্য, শ্রমিকের মজুরি ও খামার খরচ মিটিয়ে প্রতিদিনিই ক্ষতির মুখে পড়ছে খামারিরা।
বাড়ি-বাড়ি গিয়ে কম দামে দুধ বিক্রি করতে বাধ্য হচ্ছে তারা। কমে পাওয়া যাচ্ছে বলে খামারেও আসে অনেকে।
অনেক খামারের শ্রমিক পুরোপুরি মজুরি পাচ্ছে না। প্রতিদিনের মজুরি দিতে হিমশিম খাচ্ছে মালিক পক্ষ।
খামারিদের ক্ষতি পুষিয়ে দিতে সিদ্বান্ত নেয়া হয়েছে বলে জানায়, উপজেলা প্রশাসন।
দ্রুত এ সিদ্ধান্ত বাস্তবায়নের আশা করে হাতিয়ার দুগ্ধ খামারিরা।