দুনিয়াজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে
- আপডেট সময় : ০৩:৪২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
দুনিয়াজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৯৭ হাজার ৪৬৩। এর মধ্যে ৫ লাখ ৫৭ হাজার ৫৬৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৭২ লাখ ২৭ হাজার ৪৮ জন। আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপে নতুন করে রোগটির প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ২০ হাজার ২২৯। মৃত্যু হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮২৮ জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৬৯ হাজার ১০৩। এর মধ্যে ৬৯ হাজার ২৫৪ জনের মৃত্যু হয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৯৫ হাজার ৬০৫। এর মধ্যে ২১ হাজার ৬৩২ জনের মৃত্যু হয়েছে। উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৫৮৫। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে।