দুনিয়া জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮৩ লাখ ছাড়িয়েছে
- আপডেট সময় : ০৮:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
দুনিয়া জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮৩ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ৮৩ লাখ ৫২ হাজার ৭৯২। এর মধ্যে ১০ লাখ ৯০ হাজার ৭৩৬ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে উঠেছে দুই কোটি ৮৮ লাখ ৪৫ হাজার ৫৫৮ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ৯০ হাজার ২৫৩ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ২০ হাজার ৮৭৩ জনের। আক্রান্তের হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭২ লাখ ৩৭ হাজার। এর মধ্যে এক লাখ ১০ হাজার ৬১৭ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ১৪ হাজার ৮২৩। মৃত্যু হয়েছে এক লাখ ৫১ হাজার ৬৩ জনের। মহামারির শুরু থেকেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে চীনের ভূমিকা রয়েছে। ট্রাম্প প্রশাসনের সেই দাবিকে আরও জোরালো করে চীনের উহানের ল্যাবের এক ভাইরোলজিস্ট লি মেং ইয়ানের বক্তব্য। লি মেং ইয়ান বলেন, চীনের ল্যাবেই তৈরি করা হয়েছে করোনা ভাইরাস। এটি মানুষের তৈরি বলে তার কাছে শতভাগ প্রমাণ রয়েছে। হংকংয়ে জন্ম নেয়া ভাইরোলজিস্ট লি মেং ইয়ান পালিয়ে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রে। এ বছরের প্রথমদিকে চীন তাকে হত্যা করতে চেয়েছিল বলে ভয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান তিনি।