দু’বছর পর রাজধানীর বিনোদন কেন্দ্রে বেড়েছে মানুষের ভীড়
- আপডেট সময় : ১১:৪৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দু’বছর পর রাজধানীর বিনোদন কেন্দ্রে বেড়েছে মানুষের ভীড়। ঈদের আনন্দ উপভোগে সপরিবারে অনেকেই স্বস্তিতে ঘুরে বেড়াচ্ছেন নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে।
দু’কোটি মানুষের কর্মব্যস্ত রাজধানী ঢাকায়- বিনোদনের জায়গা এবং সময়- দুটিই কম। তাই একটু ছুটি, একটু অবসরের অপেক্ষায় থাকেন সবাই। ঈদের দিন বিকেল থেকেই রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের যে ঢল নেমেছে, তা তৃতীয় দিনে এসেও থামেনি। শিশুদের নিয়ে, পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবসহ বিভিন্ন স্পটে ঘুরে বেড়াচ্ছেন বিনোদনপ্রেমী মানুষ। দু’বছর পর করোনার প্রভাব কমে আসায় এবার সবাই স্বস্তির কথা জানান।
রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে সবচে’ আকর্ষণীয় জাতীয় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন। এছাড়া জাতীয় জাদুঘর, বিজ্ঞান জাদুঘর, নভোথিয়েটার, সামরিক জাদুঘর, বিমান জাদুঘর, শিশু মেলা, হাতিরঝিল, রমনা পার্ক, রবীন্দ্র সরোবর, বলধা গার্ডেন, লালবাগ দুর্গ দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয়।
এছাড়াও বিনোদনের অন্যতম মাধ্যম- সিনেপ্লেক্সগুলোতেও রয়েছে তরুণ-তরুণীদের ভীড়।
ঈদ কিংবা যে কোনো সামাজিক পর্বের অবসরে সুস্থ বিনোদনের স্থান এবং নিরাপত্তাই বড় চাওয়া সবার।