দুবাইয়ে আরাভ খানকে গ্রেফতারের কোন তথ্য নেই : আইজিপি
- আপডেট সময় : ০২:৩৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
দুবাইয়ে আরাভ খান গ্রেফতার হয়েছেন এমন তথ্য পুলিশের কাছে নেই বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাজধানীর হোটেল সোনারগায় এন্টি টেররিজম ইউনিট এবং ইউনাটেড নেশন্স অফিস ড্রাগ এন্ড ক্রাইম-ইউএনওসির যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের একথা জানা তিনি।
পুলিশ মহাপরিদর্শক বলেন, আরাভ খানকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাথে যোগাযোগ চলছে। ভারতীয় পাসপোর্ট থাকায় কিভাবে দেশে ফেরানো যায়, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হচ্ছে। শুক্রবার ইন্টারপোলের ওয়বসাইটে রবিউল ইসলামের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। খুনের দায়ে তার বিরুদ্ধে এই নোটিশ বলে জানানো হয়। রবিউল ইসলাম ২০২০ সালে পালিয়ে গিয়ে নিজের নাম, জাতীয়তা পরিবর্তন করে জোগাড় করেন ভারতীয় পাসপোর্ট। সেই পাসপোর্টে তার নাম আরাভ খান। এ পাসপোর্টেই পাড়ি জমান দুবাইতে। দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’এর মালিকের নাম আরাভ খান। সেই মূলত বাংলাদেশি নাগরিক রবিউল ইসলাম। পুলিশ বলছে, আরাভ খানই মূলত পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম। তাকে ইন্টারপোলের মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা হবে।