দুবাইয়ে নারী পাচারকারী চক্রের গডফাদারসহ তিনজন গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
দুবাইয়ে পাঁচ তারকা হোটেলে চাকরি দেয়ার কথা বলে নারী পাচারকারী চক্রের গডফাদারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
গ্রেপ্তারকৃতরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নারীদের লোভনীয় প্রস্তাব এবং অগ্রিম টাকা দিয়ে দুবাইয়ে নিয়ে বিক্রি করতো। রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ।গ্রেপ্তারকৃতরা হলেন- আজম খান ও তার দুই সহযোগী- আল আমিন হোসেন ডায়মন্ড এবং আনোয়ার হোসেন ময়না। আজম খানের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে। আজম খান গত আট বছর ধরে নারী পাচারের ব্যবসায় জড়িত। সিআইডির ডিআইজি বলেন, কিছুদিন আগে দুবাই সরকারের অভিযোগের ভিত্তিতে আজম খানের পাসপোর্ট বাতিল করা হয়। পরে তাকে বাংলাদেশে পাঠানো হয়। আজম খান দেশে এসে নতুন পাসপোর্ট তৈরি করে দেশের সীমান্ত এলাকা দিয়ে অন্য কোন দেশে যাওয়ার চেষ্টা করছিলেন।